28 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২

‘রোহিঙ্গা সংকটের কারণে সু চির পদত্যাগ করা উচিত’

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রা’আদ আল হুসাইন বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেদেশের সেনাবাহিনীর চালানো সহিংসতার প্রেক্ষিতে দেশটির স্টেট কাউন্সেলর বা কার্যত সরকারপ্রধান অং সান সু চি’র পদত্যাগ করা উচিত ছিল।

 

এছাড়া রোহিঙ্গা সংকটে সু চি’র ভূমিকাকে ‘অনুশোচনীয়’ বলেও উল্লেখ করেছেন তিনি।

 

বুধবার ২৯ আগস্ট ২০১৮ জাতিসংঘের ‘সম্ভাব্য গণহত্যার অভিযোগে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের শাস্তি হওয়া উচিত’ বলে এক রিপোর্ট প্রকাশের পর এ দাবি করেন বিদায়ী মানবাধিকার প্রধান।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে জেইদ রা’আদ আল হুসাইন বলেন, রোহিঙ্গা সংকটে সময় তিনি (সু চি) কিছু একটা করার মতো অবস্থানে ছিলেন। সেনাবাহিনীর পক্ষে কথা না বলে তিনি চুপ থাকতে পারতেন। আর সবচেয়ে ভালো হতো, তিনি যদি পদত্যাগ করতেন।

 

জাতিসংঘের বিদায়ী মানবাধিকার বিষয়ক প্রধান আরও বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর মুখপাত্রের ভূমিকা নেওয়ার দরকার ছিল না তার। তিনি হয়তো বলতে পারতেন, আমি দেশের নামমাত্র নেত্রী হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকলেও এই পরিস্থিতিতে তা চলবে না।

 

উল্লেখ্য, গেল বছর সাত লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর চালানো সহিংসতার মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। আর রাখাইনে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের অভিযোগ আনে জাতিসংঘ যা শুরু থেকেই অস্বীকার করে চলে মিয়ানমার কর্তৃপক্ষ।

 

ফাই/জাআ//
- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বাধিক পঠিত