30 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে ইইউ

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

 

বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট মোকাবেলায় ৫ মিলিয়ন ইউরোর (প্রায় ৫০ কোটি ৪৩ লাখ টাকা) প্রকল্প হাতে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রোহিঙ্গা শনাক্তকরণ, নিবন্ধন, মানবিক সাহায্য ও অসহায় রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়গুলো এ প্রকল্পের আওতায় আসবে।

২০১৭ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মূলত সেই চুক্তির বাস্তবায়নকে সহযোগিতা দেয়ার জন্যই ইইউর এ প্রকল্প পরিচালনা করবে। রোহিঙ্গা নিবন্ধনে বাংলাদেশ সরকার যে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন পরিচালনা করছে, সেই কার্যক্রমে অর্থ সাহায্য আসবে এখান থেকে। আর নিরাপত্তাহীন রোহিঙ্গারা, বিশেষ করে নারীরা যেন যথাযথ নিরাপদ ও নির্যাতনহীন থাকার পরিবেশ পায়, সেটাও নিশ্চিত করতে এ প্রকল্পের আওয়ায় কার্যক্রম চলবে। প্রকল্পের অর্থ আসবে ইইউর ইন্সট্রুমেন্ট কন্ট্রিবিউটিং টু স্ট্যাবিলিটি অ্যান্ড পিস (আইসিএসপি) থেকে। প্রকল্প বাস্তবায়ন করবে ইউএনএইচসিআর।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ২০১৭ তারিখে রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ফেডেরিকা মোগরিনি। সেসময় তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন দাতাগোষ্ঠীর কার্যক্রমের নেতৃত্ব দেবে কারণ আমরা বিশ্বাস করি যে, মানুষের মর্যাদা ও জীবন অবশ্যই রক্ষা করতে হবে।’

 

দীআ//মাহা/
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত