
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বিএনপি আনন্দিত নয়। বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিষেধাজ্ঞা আসা উচিত সরকারের বিরুদ্ধে। সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির নীতিনির্ধারকদের গতকালের বৈঠকের সিদ্ধান্ত জানাতে, রাজধানীর গুলশানে এই সংবাদ সম্মেলন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে সরকার যে বক্তব্য দিয়েছে, তার সমালেচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যুক্তরাষ্ট্রের বক্তব্য নিয়ে মিথ্যাচার করা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞায় বিএনপি আনন্দিত নয়। ইসরায়েল থেকে নজরদারির যন্ত্র কেনা মূলত বিএনপিকে দমনের উদ্দেশ্যে, বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, তাদের কর্মকসূচির সময় বিশৃঙ্খলা তৈরি করতে, একই দিনে কর্মসূচি দেয় আওয়ামী লীগ। এমন মনোভাব থেকে সরে আসার আহবান জানান মির্জা ফখরুল।
রাশেদুল কাদির/ফই
