- Advertisement -

লকডাউনে বেচাকেনা কম, তবুও বেড়েছে চালের দাম। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। আয়হীন মানুষ বাড়তি চামে চিড়েচ্যাপ্টা। যেন মরার ওপর খাড়ার ঘাঁ। ব্যবসায়ীদের অজুহাত সরবরাহ সংকট।
করোনার সংক্রমন ঠেকাতে লকডাউন চলছে। রোজাও শুরু হয়েছে। লকডাউন আর রোজা পাড়ি দেয়ার চ্যালেঞ্জে, চালের বাজারে এখন বাড়তি চাপ।
মানুষের বিপাকে পড়ার সুযোগ এবারও হাতছাড়া করেনি ব্যবসায়ীরা। ৫০ কেজির বস্তায় চালের দাম বেড়েছে দেড়শ টাকার কাছাকাছি।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। তবে এখন আর বাড়তি চাপ নেই। অনেকটা ক্রেতাশূন্য বাজার। তবে দাম আর কমেনি।
আয়হীন মানুষ বাড়তি চামে চিড়েচ্যাপ্টা। বোরোর আগাম চাল রোজার ঈদের আগেই বাজারে আসবে। তাতেও সাধারণ মানুষের বিপাক কমবে কি না, তা নিয়ে সংশয় সবার মাঝেই।
সাআ/লিশা
- Advertisement -
