- Advertisement -

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ঢাকা পূর্বাচল লায়ন্স ফ্যামিলী ক্লাবের, গ্রান্ড রিসিপশন ইন অনার অব ডিজিস টিম, ক্লাব নিউ মেম্বার ইনডাকশন এবং জয়েন্ট ইন্সটলেশন প্রোগ্রাম।
ধানমন্ডির একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদ্য প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ। ছিলেন ভারত থেকে আসা প্রাক্তন পরিচালক সুনীল কুমার, লায়ন জেলা ৩১৫ বি-টু এর গভর্নর এ বি এম আনোয়ারুল বাসেত, সদ্য প্রাক্তন জেলা গর্ভনর এ বি এম নজরুল ইসলাম, পূর্বাচল লায়ন্স ফ্যামিলী ক্লাবের কর্ণধার চেয়ারম্যান লায়ন শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে পূর্বাচল গ্রীন টাউন আবাসিক এলাকায় পূর্বাচল গ্রীন লায়ন্স আই হসপিটাল নির্মানের ঘোষনা দেওয়া হয়।
- Advertisement -
