29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

শান্তিতে নোবেল পেলেন ডেনিস মুকওয়েজ ও নাদিয়া মুরাদ

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

কঙ্গোতে যৌন নির্যাতনের শিকার নারীদের চিকিৎসক ডেনিস মুকওয়েজ এবং ইয়াজিদি মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদ ২০১৮ সালের শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন। যৌন নিপীড়নকে যুদ্ধের হাতিয়ার করার প্রচেষ্টা বন্ধে ভূমিকা রাখায় এ বছর তাদেরকে এ সম্মাননা দেয়া হয়েছে।

 

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে অসলোতে নরওয়ের নোবেল অ্যাকাডেমি আনুষ্ঠানিকভাবে ডেনিস মুকওয়েজ ও নাদিয়া মুরাদের নাম ঘোষণা করে।

 

নোবেল কমিটির চেয়ার রিজ এন্ডারসন ডেনিস মুকওয়েজের সম্পর্কে বলেন, তিনি নির্যাতিতদের সেবায় নিজের জীবন ব্যয় করেছেন। আর নাদিয়া মুরাদ সম্পর্কে তিনি বলেছেন, নাদিয়া যৌন নিপীড়নের একজন সাক্ষী এবং এ নির্যাতনের শিকার অন্যদের মুখপাত্র হিসেবে তিনি কাজ করেছেন, যা যুদ্ধের সময় যৌন নির্যাতনের আসল চেহারা উদঘাটনে সহায়তা করেছে।

 

১৯০১ সাল থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে। তখন থেকে এ পর্যন্ত ৯৯ বার নোবেল পুরস্কার ঘোষণা করা হলো। পুরস্কারের ছয়টি ক্যাটাগরির মধ্যে পাঁচটি ক্যাটাগরির বিজয়ী সুইডিশ নোবেল কমিটি ঘোষণা করলেও শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা নরওয়ে কমিটি দিয়ে থাকে।

 

 

মাহা/তুখ/জাআ
- Advertisement -

আরও পড়ুন

সর্বাধিক পঠিত