
সাতক্ষীরা শহরে ইসলামী ছাত্রশিবিরের ‘গোপন বৈঠক’ নস্যাৎ করতে গিয়ে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার ভোরে জেলা শহরের শিবতলা মোড় এলাকায় তার উপর হামলা হয়। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজমির হোসেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের ছেলে।
আহত আজমিরের বাবা শাহাদাৎ গণমাধ্যমকে বলেন, ‘শিবতলায় ছাত্রশিবিরের কিছু নেতা-কর্মী নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে বলে খবর পেয়ে ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদেকসহ ৮-১০ জন নেতা-কর্মী সেখানে যায়। তখন শিবিরের নেতা-কর্মীরা তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের গুলিতে আজমির গুলিবিদ্ধ হয়।’
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ছাত্রশিবিরের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ওই এলাকায় পুলিশ অভিযানে নেমেছে।’
ফই/তুখ/ফই
