
মাঘ মাসের মাঝামাঝিতে দেশজুড়ে চলছে শীতের প্রকোপ। আগামী কয়েকদিন শীত আরও বাড়ার আভাস রয়েছে। আবহাওয়া অফিস বলছে, চলমান শৈত্যপ্রবাহ থাকতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত।
সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বেশিরভাগ স্থানেই তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
গত বুধবার দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহ শুরু হয়। বৃহস্পতিবার তা ছড়িয়ে পড়ে নতুন নতুন এলাকায়। এতে সারা দেশের গড় তাপমাত্রা স্থানভেদে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে।
কনকনে শীতে বিপাকে জনজীবন। আবহাওয়া অফিস বলছে, সামনের কয়েকদিনে শীত আরও বাড়তে পারে। চলমান শৈত্যপ্রবাহ থাকতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, সারা দেশে শীত বাড়লেও, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশেই পড়তে পারে মাঝারি থেকে ঘন কুয়াশা।
রাকা/ফই
