
শক্তিশালী ভারতকে হারিয়ে, শেষটা রাঙিয়ে দেশে ফিরলো বাংলাদেশ দল। এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে রোহিত শর্মাদের ৬ রানে হারিয়েছে টাইগাররা।
এই জয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সাতে অবস্থান লাল সবুজদের। এমন জয়ের পর বিশ্বকাপে আরো ভয়ঙ্কর দল হিসেবে দেখা দেবে বাংলাদেশ। এমনটাই বিশ্বাস অধিনায়ক সাকিব আল হাসানের।
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম দুই ম্যাচে দুই স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে মনে রাখার মতো এক জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল।
মাঠে নামার আগেও সাকিব জানিয়েছিলেন, রোহিত শর্মাদের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবেন। ম্যাচ শেষে হলো সেটাই। যদিও টস হেরে ব্যাট করতে নেমে ৫৯ রানের মধ্যেই হারায় চার উইকেট। সেখান থেকে দলকে টেনে তোলেনে অধিনায়ক সাকিব ও তাওহীদ হৃদয়।
তাদের ১০১ রানের জুটির পর অষ্টম উইকেটে ৪৫ রানের জুটি গড়েছেন নাসুম ও শেখ মেহেদী। বাংলাদেশও পায় ২৬৫ রানের লড়াকু সংগ্রহ। পরে বল হাতে ভেলকি দেখান অভিষিক্ত তানজিদ হাসান সাকিব। সাথে মুস্তাফিজের তিন উইকেট ও মাহাদীর দুই উইকেটে ৬ রানের জয় পায় টাইগাররা।
শেষ ম্যাচে ভারতকে হারানোর আত্মবিশ্বাস বিশ্বকাপেও সঙ্গী হবে। এমনটাই বিশ্বাস করে টাইগারদের হেড কোচ। এমন জয়কে দারুণ তৃপ্তির বলেও জানালেন হাথুরু। সেই সাথে শেষটাও রঙিন হওয়ায় খুশি টাইগাররা।
এশিয়া কাপের মিশন শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। টাইগারদের এখন মিশন ঘরের মাঠে নিউজিল্যান্ড সিজির।
রাজিবুল ইসলাম/ফই
