Home বাংলাদেশ শেষ পর্যন্ত একনেকে ওঠেনি ইভিএম কেনার প্রস্তাব

শেষ পর্যন্ত একনেকে ওঠেনি ইভিএম কেনার প্রস্তাব

শেষ পর্যন্ত একনেকে ওঠেনি ইভিএম কেনার প্রস্তাব

গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত একনেক সভায় ওঠেনি নির্বাচন কমিশনের ইভিএম কেনার প্রকল্প। পরিকল্পনা মন্ত্রী বলছেন, এটি প্রক্রিয়ায় রয়েছে। আইন কানুন মেনেই নিষ্পত্তি হবে। আর ভর্তুকি কমাতে সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিন কিনতে চাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে তোড়জোড় চলছে প্রকল্প পাস করতে। কয়েকদিন ধরেই গুঞ্জন ছিলো, একনেক বৈঠকে যেতে পারে প্রকল্পটি।

মঙ্গলবার তাই সবার নজর ছিলো একনেকে। সাংবাদিকদেরও আগ্রহও ছিলো এটি নিয়ে। মন্ত্রী বললেন, প্রকল্পটি আইনকানুন মেনে নিষ্পত্তি হবে।

সংবাদ সম্মেলনে জানান, মন্দা দেশে হানা দেবে না। বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে ভর্তুকি কমাতে। আর সরকার এখনো ব্যয় কমানোর নীতিতে।

১১টি প্রকল্প পাস হয়েছে বৈঠেকে। মোট ব্যয় ১০ হাজার ৬৮৩ কোটি টাকা। গত ৬ মাসে সোয়া বিলিয়নের বেশি বৈদেশিক অর্থায়নের প্রকল্প অনুমোদন হয়েছে বলে জানায় পরিকল্পনা কমিশন।

সাইদ আরমান/ফই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here