Home বাংলাদেশ শোল মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবন

শোল মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবন

শোল মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবন

দেশীয় প্রজাতির মাছের মধ্যে শোল মাছ যেমন সুস্বাদু তেমনি রসনা বিলাসীদের খুবই প্রিয়। এই মাছের   বাণিজ্যিক কদর রয়েছে। এবার এ শোল মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবনের দাবি করেছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।

জলাশয় কমে যাওয়ায়, পানি দূষণ এবং অতি আহরণের কারণে বিচরণ ও প্রজননক্ষেত্র বিনষ্ট হওয়ায় শোল মাছটি প্রায় হারিয়ে যাচ্ছিলো।
কিন্তু নতুন করে আশা জাগাচ্ছেন বিজ্ঞানীরা। মাছটির কৃত্রিম প্রজননে সফল হওয়ার দাবি করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ময়মনসিংহ স্বাদুপানি কেন্দ্রের গবেষকরা। তারা বলছেন, প্রায় এক দশকের প্রচেষ্টায় মাছটির কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদনে সফল হয়েছেন।
গবেষকরা বলছেন, উদ্ভাবিত প্রযুক্তিটি মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয়া গেলে চাষিরা যেমন লাভবান হবেন, তেমনি ভোক্তাদের জন্য সহজলভ্য হবে।
প্রতিষ্ঠানটি জানায়, এ পর্যন্ত ৩৪ প্রজাতির দেশীয় ও বিপন্ন প্রজাতির মাছের প্রজনন ও চাষাবাদ কৌশল উদ্ভাবনে সফল হয়েছেন তারা।
গবেষকরা বলছেন আগামী দুই বছরের মধ্যে দেশীয় শোল মাছের পোনা উৎপাদন প্রযুক্তি মাঠ পর্যায়ে হস্তান্তর করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here