30 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

সংবাদকর্মীদের সুরক্ষায় অনুষ্ঠিত হলো বিজেসি সম্মেলন

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

সংসদে এমন কোনো আইন পাস হবে না যা গণমাধ্যমকর্মীদের স্বার্থ বিরোধী। সকালে বাংলা একাডেমিতে বজেসির তৃতীয় সম্মেলনে এমন মন্তব্য করেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী।

এসময় তিনি আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ব্রডকাস্ট সংবাদকর্মীদের স্বার্থ রক্ষা করেই পাস হবে গণমাধ্যমকর্মী আইন।

মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা পেরিয়ে টানা দুই বছর পর অনুষ্ঠিত হলো ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার,বিজেসি-র তৃতীয় সম্মেলন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিলো সংবাদকর্মীদের সুরক্ষা। সকাল সাড়ে দশটায় শুরু হওয়া সম্মেলনের অনলাইনে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী।

এছাড়াও প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন তথ্যমন্ত্রী, কথা বলেন গণমাধ্যম কর্মীদেও আইন নিয়ে।
উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় বিষয়ভিত্তিক আলোচনা।

সেখানে সম্প্রচার শিল্পের প্রবৃদ্ধি, ডিজিটাল সিকিউরিটি আইন, জনস্বার্থে সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের বেতনভাতা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে তথ্য ও সম্প্রচার সচিবসহ সাংবাদিক নেতারা অংশ নেন।

সম্প্রচার সম্মেলনের যুগ্ম আহ্বায়ক ও নাগরিক টেলিভিশনের বার্তা প্রধান দীপ আজাদ বলেন, বিজেসি অন্য কোনো সংগঠনের প্রতিপক্ষ নয়। বিজেসি তার সদস্যদের আর্থিক স্বক্ষমতা চায়, ঝুঁকি মোকাবিলায় পাশে দাঁড়াতে চায়।
বিজেসি আহ্বায়ক রেজানুল হক রাজা জানান, যেকোনো পরিস্থিতিতে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।
রাশেদ আহমেদ বিজেসির আরেক কর্ণধার – টেলিভিশনের যাত্রা ২১ বছর। কিন্তু আমাদের কোনো আইন নেই।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সোহেল হায়দার চৌধুরী, মহান পেশা ভেবে সাংবাদিকতা করতে এসেছি। গত এক যুগের প্রেক্ষাপটে সাংবাদিকতা হলো জন্মই আমার আজন্ম পাপ।

সিনিয়র সাংবাদিক ও গ্লোবাল টেলিভিশনের সিইও ইশতিয়াক রেজা সভাপতিত্ব করেন। অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদি মঞ্জুরুল আহসান বুলবুল ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু।

সম্প্রচার মাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের পেশাগত সুরক্ষায় কাজ করছে বিজেসি। টেলিভিশনে কর্মরত ১৮০০ সদস্যের এই সংগঠন দেশের সম্প্রচার মাধ্যমে সবচেয়ে বড় সংগঠন। ২০১৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ইতোমধ্যে সংবাদকর্মীদের পেশাগত উন্নয়ন, ঝুঁকিসহ নানা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে।

প্রথমবারের মতো সম্মেলন হওয়ার পর মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর আর সম্ভব হয়নি। এবার স্বাস্থ্যবিধি মেনে তৃতীয়বারের মতো সম্মেলনের আয়োজন করা হয় বাংলা একাডেমিতে। শনিবার সকাল আটটা থেকে শুরু হয় সম্মেলন। দীর্ঘদিন পর নতুন পুরনো সহকর্মীদের কাছে পেয়ে মিলন মেলায় পরিণত হয় বাংলা একাডেমি প্রাঙ্গণ।

জনস্বার্থে সাংবাদিকতা, সংবাদকর্মীর সুরক্ষা এই শ্লোগান সামনে রেখে অনুষ্ঠিত বিজেসি সম্মেলনে এবার সম্প্রচার মাধ্যমে পাঁচ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এরপর বিকালে বিজেসি সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী সম্মেলনের সমাপ্তি হয়।

মাজহারুল ইসলাম/ফই

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত