
সকাল ১০টা থেকে রাত ১০টা। এলাকাভিত্তিক লোডশেডিংয়ে পুরো দেশ। কোথায় কখন বিদ্যুৎ থাকবে না, তা জানা যাচ্ছে আগের দিনেই। নিজেদের ওয়েবসাইটে বিস্তারিত জানিয়ে দিচ্ছে বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানগুলো।
দ্বিতীয় দিনের মতো দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং। চলছে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত, ১২ ঘণ্টা ধরে। একেক এলাকায়, একেক ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না।
রাজধানীতেও লোডশেডিং চলছে অঞ্চলভিত্তিক। ডিপিডিসির ধানমন্ডি জোনের জিগাতলা লালমাটিয়া, সাত মসজিদ রোড, আসাদগেট ও হাজারীবাগ- বিদ্যুৎ সরবরাহে বিরতি দেয়া হচ্ছে পর্যায়ক্রমে।
বাদ নেই রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলও। লোডশেডিং চলছে যথাসময় থেকে। রাজউক ভবন এলাকা থেকে শুরু হয়ে দিলকুশা, ফকিরাপুল, আরামবাগ, স্টেশনরোড, কৃষিবাজারসহ প্রতিটি এলাকায় শিডিউল ধরে চলছে লোডশেডিং।
আজিমপুর, আদাবর, কাকরাইল, কাজলা, বংশাল, বনশ্রী, বাংলাবাজার, বাসাবোসহ সব এলাকাতেই পর্যায়ক্রমে বিদ্যুৎ বন্ধ রাখছে ডিপিডিসি।
অন্যদিকে, ডেসকোও শুরু করেছে এলাকাভিত্তিক লোডশেডিং। রাজধানীর গুলশান, বারিধারা, বাড্ডা, আগারগাঁও, পল্লবী, উত্তরাসহ সব এলাকাতেই চলছে জোনভিত্তিক লোডশেডিং।
