
চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বড় ধরনের সমাবেশ করে অনেকটাই ফুরফুরে মেজাজে আছেন চট্টগ্রাম আওয়ামীলীগের নেতাকর্মীরা। এটিকে রাজনৈতিকভাবে সফলতা হিসেবে দেখছেন তারা। নেতাদের দাবি এই সমাবেশের মধ্যে দিয়ে চট্টগ্রামবাসী উন্নয়নের পক্ষেই অবস্থান নিয়েছে।
গত ১২ অক্টোবর চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিভাগীয় গণসমাবেশে বড় ধরনের শোডাউন দেখায় বিএনপি। এই সমাবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে, একই জায়গায় পাল্টা সমাবেশের ডাক দেয় চট্টগ্রাম আওয়ামী লীগ। মাসব্যাপী চলে প্রস্তুতি।
রোববার পলোগ্রাউন্ডে বড় ধরনের সমাবেশ করে নিজেদের সাংগঠনিক শক্তি জানান দেয় ক্ষমতাসীন আওয়ামীলীগ।
সমাবেশ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন প্রতিক্রিয়া জানান নগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতারা।
দলটির নেতারা মনে করছেন সমাবেশ সফল হওয়ার মধ্যে দিয়ে সাংগঠনিক শক্তি এবং দলীয় ঐক্যও ফুটে উঠেছে।
