
সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির রোডমার্চ চলবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত বিএনপির রোডমার্চে সরকারের উদ্দেশে তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি চলছে। এতে পদত্যাগ না করলে জনগণের উত্তাল তরঙ্গে ভেসে যেতে হবে।
তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল স্বেচছাসেবক দল ও ছাত্রলের রোডমার্চ। রাজধানীর বাইরে রংপুর থেকে দিনাজপুর পযন্ত তারুণ্যের এই কর্মসূচি।
সকাল থেকেই গাইবান্ধা, কুড়িগ্রাম সহ আশপাশের জেলার নেতাকর্মীরা হাজির হয় রংপুর মহানগরে। স্লোগান মিছিলে মুখর হয়ে উঠে পুরো নগরী।
আয়োজন করা হয় রোর্ডমার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের। দলের মহাসচিব বলেন, সরকারের শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস মানুষ বিশ্বাস করে না। রাজনৈতিক দলগুলোও তাদের অধীনে নির্বাচন চায় না।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারিরিক অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন, অথচ সরকার তাকে বিদেশে নিতে দিচ্ছে না।
মহাসচিবের বক্তব্যর পর রংপুর মহানগর থেকে রোর্ডমার্চ শুরু হয়। যা নীলফামারীর দশমাইল হয়ে দিনাজপুরে গিয়ে শেষ হয়/হবে। আগামীকাল বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত রোডমার্চ হওয়ার কথা রয়েছে।
মোহাম্মদ ফাহাদ/ফই
