31 C
Dhaka
সোমবার, মে ২৩, ২০২২

সাত বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

বিশেষ সংবাদ

- Advertisement -

দেশের সাত বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি বিদায় নিয়েছে। কিন্তু তার প্রভাব এখনো আছে। আজো সারাদেশে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ হালকা থেকে মঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

গতকালও দেশের সব বিভাগেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয় রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুরে, ৯৮ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম লঘুচাপের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের সংমিশ্রণে বাংলাদেশ অঞ্চলে গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।

আজ সকালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিনে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আগামী তিনদিনে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সিমু/ফই

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বাধিক পঠিত