
রাজধানীসহ সারাদেশে আরও দু’দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
৩০ এপ্রিল ২০১৮ সোমবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট,খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দমকা ও ঝড়ো হাওয়া ভারী বৃষ্টি পাত হতে পারে। এছাড়া ৪৪ দশমিক ৮৮ মি.মি বর্ষন হওয়া সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রোববার সারাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে ৬৯ মিলিমিটার এবং ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৫ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আরও পড়ুন : বজ্রপাতে সারা দেশে ১৯ জনের মৃত্যু
ফাই/জাআ//
