চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অবৈধভাবে গড়ে ওঠা বসতি ও স্থাপনা উচ্ছেদ করছে জেলা প্রশাসন। তবে অনেকেই জায়গার মালিকানা দাবি করে উচ্ছেদের প্রতিবাদ জানাচ্ছেন। জঙ্গল সলিমপুরে বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা অফিস, কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করবে সরকার।
চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যুগের পর যুগ পাহাড় কেটে গড়ে উঠেছে বসতি। মূলত ভূমিহীনরাই এখানে বসতি গড়ে তোলে। কালক্রমে গড়ে উঠেছে স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
সম্প্রতি সরকার জঙ্গল সলিমপুরকে নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এখানে বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা অফিস, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, সাফারি ও ইকোপার্কসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হবে।
আগামী এক মাসের মধ্যে এখানকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। তারই অংশ হিসেবে জঙ্গল সলিমপুরের আলীনগর থেকে ১৭৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ।
এলাকার বাসিন্দাদের দাবী, বিনা নোটিশে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অনেকেই জায়গার মালিকানাও দাবী করেন। এলাকাবাসী এই ব্যাপারে ভূমিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
একে আজাদ/ফই