32 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

‘সুস্থ, সুন্দর দাঁতের জন্য চাই নিয়মিত যত্ন’

বিশেষ সংবাদ

- Advertisement -

দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে অকালে বিপদে পড়তে হয়। অবহেলা করা যাবে না দাতের যত্নের। কারন ক্ষণিকের সামান্য অবহেলা হতে পারে সারা জীবনের ভোগান্তি। তাই সঠিক সময়ে নিয়ম করে দাঁতের যত্ন নিতে হবে, বলছেন চিকিৎসকরা। বিশ্ব ওরাল হেলথ ডে-উপলক্ষে পেসোডেন্ট এবং সেনসেটিভ এক্সপাট আয়োজন করেছে মাস ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

সুন্দর হাসির জন্য চাই সুস্থ দাঁত। এমনকি খাবার খাওয়ার জন্যও এটি গুরুত্বপূর্ণ। তাই সুস্থ, সুন্দর দাঁতের জন্য চাই নিয়মিত যত্ন।

ছাই কয়লার দিন শেষ হয়েছে অনেক আগেই এখন মানুষ ব্যবহার করেন ব্রাশ ও টুথপেস্ট। চিকিৎসকরা বলছেন বেড়েছে দাতের যত্নের সচেতনতা।

ডাক্তাররা বলছেন দাঁত সুস্থ রাখতে মানতে হবে সঠিক নিয়ম। ব্যবহার করতে হবে ভাল মানের ব্রাশ ও টুথপেস্ট। দাঁতে পোকা ধরার মত প্রচলিত কুসংস্কার গুলো থেকে দূরে থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চললে সুরক্ষিত থাকবে দাঁত ও মুখ।

অবহেলা করলে দাঁতে সেনসিটিভিটিসহ দেখা দিতে পারে নানা সমস্যা। আর সেনসিটিভিটি থেকে রক্ষা পেতে পেপসুডেন্ট টুথ পেস্ট ব্যবহারের পরার্মশ চিকিৎসকদের।

মানুষকে দাতের সুরক্ষায় সচেতন করতে পেসোডেন্ট এবং সেনসেটিভ এক্সপাট বাই পেপসোডেন্ট ঢাকাসহ দেশের ৩০ টি জেলায় আয়োজন করেছে মাস ব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প। লক্ষ্য তাদের ১০ লাখ মানুষকে দাতের সুরক্ষা সেবা দেয়া।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত