33 C
Dhaka
বুধবার, জুন ৭, ২০২৩

‘স্কুলের পাশাপাশি দেশের সব মাদ্রাসায়ও স্কাউটিং চালু করতে হবে’

বিশেষ সংবাদ

- Advertisement -

স্কুলের পাশাপাশি দেশের সব মাদ্রাসায়ও স্কাউটিং চালু করতে হবে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরের মৌচাকে একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, সংঘাত, ক্ষমতা দখল, আগুন সন্ত্রাসকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

সকালে গাজীপুরের মৌচাকে আয়োজিত ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সব সংঘাত, ক্ষমতা দখল ও আগুন সন্ত্রাসকে পেছনে ফেলে, ২০০৯ সাল থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, স্কুলের পাশাপাশি দেশের সব মাদ্রাসায়ও স্কাউটিং চালু করার কথা।

প্রধানমন্ত্রী বলেন, স্কাউটদের মধ্যেই সুপ্ত আছে আমাদের দেশের ভবিষ্যত। জানান, স্কাউটদের মধ্য থেকেই গড়ে উঠবে আগামীদিনের নেতৃত্ব।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ স্কাউট দেশের সুনাম বৃদ্ধি করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ স্কাউট গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত