
দাম নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে, ভোজ্য তেলের মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। খুচরা পর্যায়ে খোলা সয়াবিনের লিটার ১১৫ টাকা। বোতলজাত তেল ১৩৫ টাকা এবং পাম সুপার তেল বিক্রি হবে ১০৪ টাকায়। সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কমিটির বৈঠকে, এই সিদ্ধান্ত হয়।
আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমের ধোঁয়া তুলে, দেশের বাজারে প্রায় দুই মাস ধরেই ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী। ৮৮ টাকা লিটার দরের সয়াবিন তেল, কোথাও বিক্রি হচ্ছে ১৩০ টাকা আবার কোথাও ১১৫ টাকা।
বাজারে এমন বিশৃঙ্খলা ঠেকাতে সকালে বৈঠকে বসে দরদাম নির্ধারণ কমিটি। নেতৃত্ব দেন বানিজ্যমন্ত্রী। বৈঠক শেষে জানান নতুন মূল্য তালিকা। যা কার্যকর হবে অবিলম্বে।
ভোজ্য তেলের মূল্য অস্থিতিশীল থাকায় অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভা প্রতিমাসেই আয়োজন করা হবে বলে জানান তিনি।
টিসিবির হিসাবে, গত এক বছরে দেশে সয়াবিন তেলের দাম ২৪ দশমিক তিন দুই শতাংশ ও পাম অয়েলের দাম ২২ শমিক আট চার শতাংশ বেড়েছে।
শুভ/লিশা
