
আবারো বাড়ানো হলো হজ নিবন্ধনের সময়সীমা। কমানো হলো প্রায় ১২ হাজার টাকাও। এবার হজের প্যাকেজ মূল্য অস্বাভাবিক বেশি হওয়ায় দফায় দফায় নিবন্ধনের সময় বাড়ানো হলেও হজযাত্রীদের সাড়া নেই। প্যাকেজ মূল্য বেশি হওয়ায় আগ্রহ কমেছে।
চলতি বছর হজের প্যাকেজ মূল্য ঘোষণার পর থেকেই তা অতিরিক্ত উল্লেখ করে টাকার অঙ্ক কমানোর দাবি উঠেছিল। বিষয়টি আমলে নিয়ে প্যাকেজ মূল্য কমাতে আলোচনা হয়েছে সংসদীয় কমিটি থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত। দফায় দফায় বাড়ানোও হয় হজ নিবন্ধনের সময়সীমা। এ নিয়ে চারবার বাড়ানো হলো। প্রতিবারই বলা হয়েছিল আর বাড়ানো হবে না নিবন্ধনের সময়সীমা।
ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছিল, হজ প্যাকেজ কমানোর কোনো সুযোগ নেই। তবে শেষ পর্যন্ত তাবু খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। সেইসঙ্গে নিবন্ধনের সময় ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। সৌদি সরকারের উদ্ধৃতি দিয়ে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সনের হজের জন্য ঘোষিত প্যাকেজে অন্তর্ভুক্ত মিনার চারটি ক্যাটাগরির সেবার মূল্য বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য কমিয়েছে রাজকীয় সৌদি সরকার। তাই নিবন্ধিত হজযাত্রীরা অর্থ ফেরত পাবেন।
তবে বিমান ভাড়া কমছেনা বলে আবারও জানালেন, প্রতিমন্ত্রী।
সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী- এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।
