
ঢাকা হঠাৎ করেই মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে অফিসগামী যাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে।
এছাড়া রাজধানীর বিভিন্ন রাস্তায় খোঁড়াখুঁড়ির কারণে পথচারীরাও পরেন বাড়তি ভোগান্তিতে। আর দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল।
আবহাওয়া অফিস জানায়, পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়ার বুলেটিনে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এর প্রভাবেই দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত হয়েছে এবং আরও হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফই/সাহু/ফই
