24 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

১০০ বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?

বিশেষ সংবাদ

Rabi Shankar Das
Rabi Shankar Dashttp://www.nagorik.com
Rabi Shankar Das is a Social Media Expert, Writer & Digital Journalist. He is working in Bangladesh's Entertainment & News Media industry since 2018. Currently, he is the "In-Charge Of Online" at Nagorik Television.
- Advertisement -

শতাব্দীর দীর্ঘতম দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ (শুক্রবার, ১৯ নভেম্বর)। বাংলাদেশের প্রায় সব জায়গা থেকেই দেখা যাবে, মহাজাগতিক এই ঘটনা। ঢাকায় দেখা যাবে ৫টা ১৩ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত। সবচেয়ে ভালো দেখতে পাবে, উত্তর আমেরিকার লোকজন।

আরও একবার পৃথিবী চলে আসছে, সূর্য আর চাঁদের মাঝখানে। তিন মহাজাগতিক বস্তু এসে দাঁড়াবে একই সরলরেখায়। দেখা যাবে চন্দ্রগ্রহণ।

গত ২৬ মে ছিলো বছরের প্রথম। শেষ চন্দ্রগ্রহণ হচ্ছে আজ । তবে, এটা পূর্ণগ্রাস নয়, হবে আংশিক।

ঘটনার স্থায়ীত্ব হবে, ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। যা ২০০১ সাল থেকে ২ হাজার ১০০ সালের মধ্যে সবচেয়ে দীর্ঘতম।

এটি দেখা যাবে বাংলাদেশের প্রায় সব অঞ্চল থেকেই। বেলা আড়াইটার দিকে শুরু। সে সময় লালচে রং ধারণ করবে চাঁদ। ঢাকায় দেখা যাবে ৫টা ১৩ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত।

এছাড়া, ময়মনসিংহে ৫টা ১১ মিনিট, চট্টগ্রামে ৫টা ১০ মিনিট, সিলেটে ৫টা ৫ মিনিট, খুলনায় ৫টা ১৮ মিনিট, বরিশালে ৫টা ১৫ মিনিট, রাজশাহীতে ৫টা ১৯ মিনিট এবং রংপুরে ৫টা ১৪ মিনিট থেকে চন্দ্র গ্রহণ দেখা যাবে।

সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর আমেরিকার দেশগুলো থেকে। দৃশ্যমান হবে অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও।

পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২০২২ সালের ১৬ মে। চলতি শতকে দেখা মিলবে মোট ২২৮টি।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত