
একাত্তরের ভয়াল ২৫ মার্চ। বাঙালি জাতির জীবনে নেমে এসেছিলো ভয়াবহ নিষ্ঠুরতা। নারকীয় হত্যাকাণ্ডে মাতে পাকিস্তানি হানাদার বাহিনী। অপারেশন সার্চ লাইটের নামে, নিরস্ত্র বাঙালির উপর চালানো হয় পাশবিক নির্যাতন। স্বাধীনতার ৫০ বছর পরেও সেই ক্ষত এখনো দগদগে।
তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ পৃথিবীর রোল মডেল। প্রতিনিয়ত নতুন নতুন অর্জন আর প্রত্যাশা, দেশকে নিয়ে যাচ্ছে আরো সামনে। কিন্তু সব কিছু ছাপিয়েও বাঙালি জাতি ভুলতে পারে না ২৫ মার্চের সেই ভয়াবহ স্মৃতি।
১৯৭১ সালের এই দিনে হত্যা করা হয় বহু নিরস্ত্র বাঙালিকে। ইতিহাসের নারকীয় এই হত্যাযজ্ঞের মাধ্যমে ভয়াবহ রাত নেমে আসে বাংলাদেশের বুকে।
সেদিন মধ্যরাতে পিলখানা, রাজারবাগ, নীলক্ষেত এলাকায় হানা দেয় হানাদার বাহিনী। ট্যাঙ্ক ও মর্টার দিয়ে চালায় নারকীয় হত্যাযজ্ঞ। দখল করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকা। গুলি আর আগুনের লেলিহান শিখায় নগরীর রাত হয়ে ওঠে বিভীষিকাময়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯ জন শিক্ষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় সেই রাতে। জগন্নাথ হলে রাত থেকে সকাল পর্যন্ত চলে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড।
গ্রেপ্তার করা হয় জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তবে এর আগেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহবান জানান।
ফারাহ্ হোসাইন/ফই
