
আজ ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ২৫ মার্চ ১৯৭১, সেই কালো রাতে পাকিস্তানি হানানদার বাহিনী কাপুরুষের মত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালিদের ওপর সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। এক রাতেই প্রায় ৫০ হাজার বাঙালিকে গুলি করে হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী। ২০১৭ সাল থেকে বাংলাদেশে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়ে আসছে।
ইতিহাসের সেই জঘন্যতম কালরাতকে স্মরণ করতে ২৫ মার্চ রাত ৯ টার পরে সারাদেশে এক মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট সারাদেশে এই প্রতীকি ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করা হবে।
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন মূলত মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধার স্মারক এবং পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৭ সালে প্রথম বারের মতো রাষ্ট্রীয়ভাবে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়। গতবারের মতো এবারও ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ যথাযথ মর্যাদায় পালন করার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।’
জাআ
