
যৌতুকের দাবিতে বেশ কিছু দিন ধরেই স্ত্রীকে নির্যাতন করছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব জাকির হোসেন এমন অভিযোগ তার স্ত্রীর।
নির্যাতন সইতে না পেরে অবশেষে জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন করেন ডা. ফাতেমা জাহান বারী। স্বামীর নির্যাতন থেকে বাঁচতে দ্রুত উদ্ধারের আকুতি জানান তিনি।
শনিবার রাতে ঢাকার বেইলি রোডের সুপিরিয়র অফিসার্স কোয়ার্টারে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এইচ এম আজিমুল হক জানান, ‘শনিবার জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন করে জাকির হোসেনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন তার চিকিৎসক স্ত্রী ফাতেমা জাহান।’
তিনি আরও বলেন, ‘পুলিশের একটি দল তখন ওই বাসায় গিয়ে ফাতেমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়।’
উপ-কমিশনার এইচ এম আজিমুল হক জানান, ‘ফাতেমা (৩৯) তার স্বামীর বিরুদ্ধে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। যৌতুকের দাবিতে জাকির তাকে প্রায়ই নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয় মামলায়।’
ফই/সাহু/ফই
