
সুষ্ঠু ভোট হলে, জয় নিশ্চিত। বলছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এদিকে, তার মূল প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকার আশা করছেন, লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় পাবেন তিনি।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস নিয়ে, চলছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ। দুপুর পর্যন্ত দুয়েকটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া, নির্বিঘ্নে ভোট দিচ্ছে মানুষ। সাইফুল শাহীনের রিপোর্ট।
শীত উপেক্ষা করে সকাল ৮টা থেকেই, ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি। বেলা বাড়ার সাথে সাথে, ভোটারের লাইন হয়েছে আরও দীর্ঘ।
নারায়ণগঞ্জের নগরপিতা হওয়ার দৌড়ে আছেন মোট সাত জন। এছাড়া নির্বাচন করছে কাউন্সিলর প্রার্থীরা। ভোট হচ্ছে ইভিএমে। ভোটারের গোপনীয়তা রক্ষায়, কেন্দ্রে বন্ধ রয়েছে সিসিটিভি ক্যামেরা।
সকালেই নগরীর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন, হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। লক্ষাধিক ভোটে জয়ের আশা তার।
এদিকে, নগরীর শিশুবাগ বিদ্যালয়ে ভোট দেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সাংবাদিকদের সামনে বলেন, ভোট সুষ্ঠু হলে, তার জয় নিশ্চিত।
ভোট শুরুর পর, বন্দর এলাকার একটি কেন্দ্রে দুই কাউন্সিলার প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া, নগরজুড়েই ভোট চলছে নির্বিঘ্নে।
সাশা/ফই
