
কাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নির্বাচন। টানা ১৭ দিনের প্রচার শেষে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা ফিরে গেছেন ঘরে। এখন ভোটের অপেক্ষা।
প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এদিকে, ভোটের দিন মানুষের চলাফেরায় আরোপ করা হয়েছে বিধিনিষেধ।
প্রচার শেষে এবার ভোটের পালা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে। নগর জুড়ে নিরাপত্তা জোড়ালো করা হয়েছে, সীমিত হয়েছে গাড়ি চলাচল।
রাত পোহালেই কাল ১৯২ টি কেন্দ্রে ভোটের লড়াই করবে ১৮৯ জন প্রার্থী। প্রায় সোয়া ৫ লাখ ভোটার বেচে নেবেন তাদের নগর পিতা ও কাউন্সিলরকে।
স্কাল থেকেই চলছে, কেন্দ্র প্রস্তুত করার কাজ। প্রিসাইডিং অফিসারদের কাছে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম তুলে দিচ্ছে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানিয়েছেন, চলতি কমিশনের এটি শেষ নির্বাচন। সুষ্ঠু ভোটের সমস্ত প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আসলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
এদিকে, নারায়ণগঞ্জ শহর আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চাদরে মোড়ানো। গুরুত্বপূর্ণ স্পট গুলোতে রয়েছে তাদেও আলাদা আলাদা টহল দল।
পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানান নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. জায়েদুল আলম। নির্বাচনী এলাকায় বহিরাগত কাউকে প্রবেশ করতে দেয়া হবে না, দেখা হবে জাতীয় পরিচয়পত্র।
আব্দুল্লাহ শাফী/ফই
