30 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

পদ্মা সেতু দিয়ে ২৩ রুটে চলবে বিআরটিসির বাস

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) জেনারেল ম্যানেজার মেজর মোক্তারুজ্জামান জানিয়েছেন, পদ্মা সেতু চালুর পরদিন থেকেই দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২৩ রুটে বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআরটিসি। তবে মাসখানেক পরে এর চাহিদার পরিপ্রেক্ষিতে এ বাসের সংখ্যা বাড়ানো হবে।

মোক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, এখন ঢাকা–খুলনা রুটে ১৬টি এবং ঢাকা–যশোর রুটে ২টি, বিআরটিসির মোট ১৮টি বাস চলাচল করে। এসব পুরোনো রুটের সঙ্গে এখন নতুন রুট যুক্ত হচ্ছে।

২৬ জুন থেকে যেসব রুটে বাস বাস চলবে, সেগুলো এসি বাস হবে। পরে অবশ্য নন–এসি বাস চালুর ভাবনা আছে বিআরটিসির।

মোক্তারুজ্জামান বলেন, ঢাকার বিভিন্ন ডিপো থেকে ২৩টি রুটে বাসগুলো পরিচালনা করা হবে। এসব রুটে ২০১৯ সালে ভারত থেকে আনা আশোক লেল্যান্ড বাসগুলো চলাচল করবে।

বিআরটিসির বাস চলবে যেসব রুটে:

গুলিস্তান থেকে গোপালগঞ্জ, ফকিরহাট হয়ে খুলনা

গুলিস্তান থেকে ভাঙ্গা, গোলাপগঞ্জ, খুলনা, যশোর হয়ে বেনাপোল

গুলিস্তান ভাঙ্গা, গোপালগঞ্জ, খুলনা হয়ে সাতক্ষীরা

গুলিস্তান থেকে টেকেরহাট, মোস্তফাপুর, গৌরনদী হয়ে বরিশাল

গুলিস্তান থেকে জাজিরা ভাঙ্গা হয়ে শরীয়তপুর

গুলিস্তান থেকে ভাঙ্গা, ভাটিয়াপাড়া, নড়াইল হয়ে যশোর

মিরপুর-১২ থেকে ফুলবাড়িয়া, সায়েদাবাদ, ভাঙ্গা, টেকেরহাট, মোস্তফাপুর হয়ে গৌরনদী

আবদুল্লাহপুর থেকে শিবচর, টেকেরহাট, মোস্তফাপুর হয়ে মাদারীপুর

আবদুল্লাহপুর থেকে ভাঙ্গা, মোস্তফাপুর, গৌরনদী, আগৈলঝরা হয়ে পয়সারহাট

নরসিংদী থেকে গুলিস্তান, মাওয়া, শিবচর, মাদারীপুর হয়ে চরমুগুরিয়া

নরসিংদী থেকে গুলিস্তান, মাওয়া, মুকসুদপুর হয়ে কাশিয়ানিঢাকা থেকে জাজিরা হয়ে শরীয়তপুর

ঢাকা থেকে ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী হয়ে কুয়াকাটা

ঢাকা থেকে ভাঙ্গা, গোপালগঞ্জ, কাটাখালি, ফকিরহাট হয়ে খুলনা

ঢাকা থেকে ভাঙ্গা, ভাটিয়াপাড়া, কালনাঘাট, লোহাগড়া, নড়াইল হয়ে যশোর

ঢাকা ভাঙ্গা, মুকসুদপুর, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, নাজিরপুর হয়ে পিরোজপুর

ঢাকা (গুলিস্তান) থেকে শরীয়তপুর, ডামুড্যা বাইপাস হয়ে গোসাইরহাট

ঢাকা (গুলিস্তান) থেকে শরীয়তপুর, প্রেমতলী হয়ে মোল্লারহাট

ঢাকা (গুলিস্তান) থেকে যাত্রাবাড়ী, ভাঙ্গা হয়ে বরিশাল

কুয়াকাটা থেকে পটুয়াখালী, বরিশাল, ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী

বাউফল থেকে বরিশাল, ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী

ভান্ডারিয়া থেকে বরিশাল ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী

ঢাকা থেকে ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী হয়ে কুয়াকাটা

সাহো/ফই

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত