- Advertisement -

রাজধানীর বিমানবন্দর থানাধীন বলাকা ভবনের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ডাম্পিং এলাকায় রাখা লোহার পাত এবং ফুটপাতের বাউন্ডারীর মাঝখানে ঘাস ও লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় আহাদ (১০) নামক শিশুর লাশ পাওয়া যায়।
জানা যায়, আহাদ বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ভাসমান হিসেবে শাকিল (৩০) নামক একজন হকারের সাথে ৪/৫ বছর ধরে ছিলো। শাকিল বিমানবন্দর থানায় বাদী হয়ে গতকাল দুপুরে অজ্ঞাত আসামীর বিরুদ্ধে হত্যা করে লাশ গুম করার অপরাধে একটি মামলা দায়ের করেন।
বিমানবন্দর থানা পুলিশ হত্যার রহস্য উন্মোচনে সকাল থেকেই তৎপর থেকে বিকালে মোহাম্মদ আলীকে (২৫) গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী রাতেই ঘটনাস্থল থেকে রক্তমাখা ইট (হত্যায় ব্যবহৃত) আলামত হিসেবে জব্দ করে।
- Advertisement -
