32 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের নেতৃত্বে সাইদুর-হিমেল

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন সভাপতি হয়েছেন ইত্তেফাকের সাইদুর রহমান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর মুকিমুল আহসান হিমেল।

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের এ সংগঠনে মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ১টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয় এ ভোটগ্রহণ। এর আগে একই জায়গায় হয় সংগঠনের বার্ষিক সাধারণ সভা। নির্বাচনে ৬০ জন ভোটারের মধ্যে সবাই ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে এর মধ্যে একটি ভোট বাতিল হয়েছে বলে জানা গেছে।

যারা বিজয়ী হয়েছেন- সভাপতি পদে সোমা ইসলামকে হারিয়ে সাইদুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৪ ভোট। আর সোমা ইসলাম পেয়েছেন ২৩ ভোট। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তানিয়া রহমান (৭১ টেলিভিশন)।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন চারজন। এদের মধ্যে বাংলানিউজ ২৪-এর ইকরাম উদ দৌলা পেয়েছেন ৪ ভোট, বাংলাদেশ প্রতিদিনের গোলাম রাব্বানী পেয়েছেন ১৮ ভোট, বাংলাভিশন অনলাইনের মো. হুমায়ুন কবির পেয়েছেন ১১ ভোট ও চ্যানেল ২৪-এর মুকিমুল আহসান হিমেল ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, বৈশাখী টেলিভিশনের কাজী ফরিদ। তিনি পেয়েছেন ৩৯ ভোট। তার নিকটতম প্রার্থী আরটিভির আতিকা রহমান পেয়েছেন ১৭ ভোট।

অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আরিফুল ইসলাম (আলোকিত বাংলাদেশ)।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের বেলায়েত হোসাইন। তিনি পেয়েছেন ৩৭ ভোট। এ পদের নিকটতম প্রার্থী ঢাকা পোস্টের সাইদ রিপন পেয়েছেন ২০ ভোট।

দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. সিরাজুস সালেকীন চৌধুরী (মানবজমিন)।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নিউজ বাংলার খায়রুল ইসলাম বাশার। তিনি পেয়েছেন ৩৬ ভোট। এ পদের নিকটতম প্রার্থী ডেইলি সানের মুহিবুব জামান পেয়েছেন ২৪ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে পাঁচটি পদে পাঁচজন প্রার্থী থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সদস্য পদের ধারাক্রম নির্ধারণ করতে এ পদে ভোট হয়েছে।

এ পদে প্রতিদিনের সংবাদের গাজী শাহনেওয়াজ পেয়েছেন ৩৮ ভোট, ইন্ডিপেন্ডেন্ট টিভির মাহমুদুল হাসান পারভেজ পেয়েছেন ৩৬ ভোট, ডিবিসির মোসা. কাওসারা চৌধুরী কুমু পেয়েছেন ৩১ ভোট, বাংলাভিশনের সৈকত সাদিক পেয়েছেন ৩০ ও নয়া দিগন্তের হামিদ সরকার পেয়েছেন ২৯ ভোট।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন আশিষ সৈকত। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ নজরুল ইসলাম ও মহিউদ্দিন আলমগীর জুয়েল।

শাশা/ফই

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত