28 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২

ফিরোজা বেগমের ৮৮তম জন্মবার্ষিকী

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

প্রখ্যাত নজরুলসঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের ৮৮তম জন্মদিন আজ। ১৯৩০ সালের ২৮ জুলাই গোপালগঞ্জ জেলার রাতইল ঘোনাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী। ভারতীয় উপমহাদেশে নজরুলসঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন প্রতিটি নজরুল সঙ্গীত প্রেমীদের হৃদয়ে।

 

১৯৪০-এর দশকে তিনি সঙ্গীত ভুবনে পদার্পণ করেন। ফিরোজা বেগম ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নকালে অল ইন্ডিয়া রেডিওতে গানে কন্ঠ দেন। ১৯৪২ সালে ১২ বছর বয়সে বিখ্যাত গ্রামোফোন কোম্পানি এইচএমভি থেকে ইসলামী গানের অ্যালবাম বের হয়।

 

দশ বছর বয়সে ফিরোজা বেগম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছ থেকে তালিম গ্রহণ করেন। নজরুলের গান নিয়ে প্রকাশিত তাঁর প্রথম ক্যাসেট বের হয় ১৯৪৯ সালে। পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ৩৮০টিরও বেশি একক সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি।

 

ফিরোজা বেগমের জন্মদিনে গুগলের ডুডল।

 

নজরুলসঙ্গীত ছাড়াও তিনি আধুনিক গান, গজল, কাওয়ালি, ভজন, হামদ ও নাত-সহ বিভিন্ন ধরনের সঙ্গীতে কন্ঠ দিয়েছেন।

 

১৯৫৫ সালে সুরকার, গায়ক ও গীতিকার কমল দাশগুপ্তকে বিয়ে করেন ফিরোজা বেগম । তাঁর তিন সন্তান – তাহসিন, হামীন ও শাফীন। হামিন ও শাফিন – উভয়েই জনপ্রিয় ব্যান্ড সংগীত শিল্পী।

 

 

৯ সেপ্টেম্বর ২০১৪, মঙ্গলবার ঢাকায় মৃত্যুবরণ করেন এই গুণী শিল্পী।

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -

সর্বাধিক পঠিত