Home বাংলাদেশ ২৮ বছর পর স্বর্ণপাম জিতলেন নারী পরিচালক

২৮ বছর পর স্বর্ণপাম জিতলেন নারী পরিচালক

২৮ বছর পর স্বর্ণপাম জিতলেন নারী পরিচালক

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে সর্বোচ্চ খেতাব পাম ডি অর জিতেছে ফরাসি নির্মাতা জুলিয়া দুকর্নোর তিতান।

আসরে সেরা অভিনেত্রী নরওয়ের রেনে রেইনসিভ ও সেরা অভিনেতা হয়েছেন আমেরিকার ক্যালেব ল্যান্ড্রি জোন্স।

শনিবার সন্ধ্যায় পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের জমকালো সমাপনী আসর।

এতে এবার সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতলো ফরাসি নারী নির্মাতা জুলিয়া দুকুরনোর অস্বস্তিকর, লোমহর্ষক সিনেমা’তিতান’। উৎসবের ইতিহাসে এই পুরস্কার পাওয়া দ্বিতীয় নারী পরিচালক তিনি।

আসরে সেরা অভিনেতার পুরস্কার উঠে ক্যালেব লান্ড্রি জোন্সের হাতে। ক্যালেব লান্ড্রি জোন্স অস্ট্রেলিয়ার জাস্টিন কারজেল পরিচালিত ‘নিট্রাম’ ছবিতে নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি পেলেন।

সেরা অভিনেত্রী হয়েছেন রেনাটে রেইনসটে। দ্য ওয়ারস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড সিনেমার জন্য পুরস্কার পান তিনি।

উৎসবে সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন প্রখ্যাত ফরাসি পরিচালক লিও ক্যারাক্স। ‘অ্যানেট’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বর্ণ পাম জিতেছে হংকংয়ের ‘অল দ্য ক্রোস ইন দ্য ওয়ার্ল্ড’। সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতলেন রিয়ুসুকে হামাগুচি। ‘ড্রাইভ মাই কার’ ছবির চিত্রনাট্যের জন্য সেরা হলেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘গ্রান্ড প্রিক্স’ যৌথভাবে পেয়েছে, অস্কার জয়ী ইরানি নির্মাতা আসগর ফারহাদির ছবি ‘আ হিরো’ এবং জুহো কোজমানেনের সিনেমা ‘কম্পার্টমেন্ট নম্বর সিক্স’।

পুরস্কার না জিতলেও বাংলাদেশের অভিনেত্রী আজমিরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ প্রশংসা কুড়িয়েছে বিচারকদের।

জাক/ফই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here