29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

যেভাবে করবেন এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

 

রবিবার ৬ মে প্রকাশিত হয়েছে এসএসসি ২০১৮ পরীক্ষার ফলাফল। কোনও পরীক্ষার্থী যদি মনে করে কাঙ্ক্ষিত ফল আসেনি, তাহলে পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ আছে। ফলাফল পুনঃনিরীক্ষণ করার জন্য আবেদন করার সময়সীমা ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

 

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড ব্যাবহারকারীরা এসএসসির পুনঃ নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

 

উদাহরণঃ ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে মেসেজ অপশনে RSC Dha 123456
101 (বাংলা ১ম পত্র) লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

 

ফিরতি এসএমএ-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN দেওয়া হবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যেকোনও অপারেটর) লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উল্লেখ্য পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে
কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে।

 

যেমন ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য টেলিটক প্রি-পেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবে RSC <Space> Dha <Space> Roll Number <Space) 101, 102, 107, 108। ফল পুনঃনিরীক্ষণে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে।

 

জাআ//
- Advertisement -

আরও পড়ুন

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত