29 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

আইসিসিবিতে শুরু হলো লিফট এন্ড এস্কেলেটর এক্সপো ২০২২

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরা (আইসিসিবি) শুরু হলো তিনদিন ব্যাপী “গ্লোবাল লিফ্ট এন্ড এস্কেলেটর এক্সপো ২০২২”।

বৃহস্পতিবার সকালে পদর্শনীটির উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। বাংলাদেশে লিফট এবং এস্কেলেটরের উপর আয়োজিত একমাত্র প্রদর্শনীটির ৪র্থ বারের আয়োজন এটি।

বাংলাদেশসহ দশটি দেশের প্রায় অর্ধশত প্রতিষ্ঠান এখানে অংশ নিচ্ছে। ৩-৫ নভেম্বর সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ এলিভেটর এক্সেলেটর এন্ড লিফট ইম্পোর্টার এসোসিয়েশনে (ইঊঊখওঅ)র সহযোগিতায় ভার্গো কমিউনিকেশন পদর্শনীটি আয়োজন করে। পদর্শনীতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ স্থপতি মোঃ ইকবাল হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি এমদাদুর রহমান ও সাধারন সম্পাদক সাইফুল আলম উজ্জল। 

“গ্লোবাল লিফ্ট এন্ড এস্কেলেটর এক্সপো ২০২২” দেশের ক্রমবর্ধমান আবাসন শিল্পে লিফট, এস্কেলেটর এবং এলিভেটরের বিকাশের লক্ষে আন্তর্জাতিক মানের প্রদর্শনী আয়োজন করা হয়। এখানে দেশ-বিদেশের প্রায় অর্ধশত প্রতিষ্ঠান তাদের এস্কেলেটর, এলিভেটর, লিফট এবং বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামাদির  প্রদর্শনী করছে।

এই শিল্প সম্পর্কে জানতে, নিজস্ব পন্য প্রদর্শন  করতে এবং দেশে বিদেশে ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে উৎপাদকদের জন্য এই প্রদর্শনীতে অংশগ্রহন একটি চমৎকার সুযোগ। ব্যবসায়ের পরিসর বৃদ্ধির মাধ্যমে প্রদর্শনীতে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশে  নতুন ব্যবসায়ের ক্ষেত্র তৈরি করে দেয়া এই প্রদর্শনী আয়োজকদের প্রধান উদ্দেশ্য বলে জানান প্রদর্শনীর উদ্যোক্তারা।

“গ্লোবাল লিফ্ট এন্ড এস্কেলেটর এক্সপো ২০২২”-এর আয়োজক প্রতিষ্ঠান ভার্গো কমিউনিকেশনস এর পরিচালক অনিতা রঘুনাথ বলেন “করোনা মহামারির কারনে বিরতির পর আবার এই প্রদর্শনী আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। জনবহুল এই ঢাকা শহরে আবাসন শিল্পের বিকাশে এই প্রদর্শনীর গুরুত্ব অপরিসীম”।

প্রদর্শনীটি বাংলাদেশ এলিভেটর এস্কেলেটর এন্ড লিফট ইম্পোর্টার এসোসিয়েশন (ইঊঊখওঅ) এর সহযোগীতায় আয়োজিত হচ্ছে, যারা এই শিল্পের উন্নয়নের জন্য দেশের ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যোগসূত্র স্থাপনে আত্মনিবেদিত।

প্রদর্শনীতে তাদের সহযোগীতার বিষয়ে বলতে গিয়ে এসোসিয়েসানের সভাপতি এমদাদুর রহমান বলেন “আমরা মূলত এই শিল্পের ব্যবসায়ীদের সংগঠন ও উপদেষ্টা পরিষদ যারা এ শিল্পের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের একমাত্র মুখপাত্র। ভার্গো কমিউনিকেশন এর সাথে ২০১৫ সাল থেকে ঢাকাতে এই আয়োজনের সাথে থাকতে পেরে আমরা খুবই আনন্দিত”।

ভার্গো কমিউনিকেশন এন্ড এক্সিবিশন প্রাঃ লিঃ এই প্রদর্শনীর আয়োজক যারা ভারতে একটি শীর্ষ বানিজ্য মেলা আয়োজক এবং এক্সট্রিম এক্সিবিশন এন্ড ইভেন্ট সলিউশান লিঃ এই আয়োজনের সহ আয়োজক । ২০০৪ সাল থেকে আমরা দেশে বিদেশে এধরনের প্রদর্শনী সফলতার সাথে আয়োজন করে আসছি।

আমাদের এলিভেটেড ওয়ার্ল্ড ইন্ডিয়া ম্যাগাজিন নামে একটি প্রকাশনা রয়েছে। আফ্রিকা অঞ্চলের জন্য এলিভেটেড আফ্রিকা নামে আমাদের একটি ডিজিটাল প্রকাশনীও রয়েছে।

ফই//

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বাধিক পঠিত