
শীকর, প্রসাধনী শিল্পের অন্যতম নাম। যেখানে অনলাইনে বিক্রি করা হয় দেশি বিদেশি কসমেটিকস। এতে মেকআপ, ত্বক ও ব্যাক্তিগত যত্নের জিনিস, চুলের যত্ন, নারীদের স্বাস্থ্যবিধি পণ্য এবং অন্যান্য সৌন্দর্যের আনুষাঙ্গিকসহ সৌন্দর্য পণ্যের রয়েছে চমৎকার সংগ্রহ।
পাবনায় প্রতিষ্ঠিত এই অনলাইন ব্যবসাটার পিছনে রয়েছে নয়ন মারুফা দম্পত্তির অসাধারণ গল্প। দুইজনে পড়াশোনা শেষ করে নিজেদের দেখতে চেয়েছেন উদ্যোক্তা হিসেবে। তাই চাকরির পেছনের শ্রম না দিয়ে, দিয়েছেন এই ব্যবসায়।
দুইজনেই বলছেন, সৎভাবে ব্যবসাটা করতে চান। আইলাইনার, মাসকারা মেকআপ বক্স, লিপিস্টিক লিপ গ্লস, লিপ প্রাইমার, লিপ লাইনার, আই শ্যাডো, কালার লাইনার, শেড ব্লাশার, চুলের যত্নের পন্য, বিভিন্ন ব্রান্ডের বডি লোশন, বডি সোপ, শাওয়ার জেলসহ অনেক পণ্য পাওয়া যায় বলে যোগ করেন মারুফা।
তিনি আরও বলেন, এখানে পণ্য অর্ডার করলে স্বল্প সময়ের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয় গ্রাহককে। একদম খাটি পণ্যের কসমেটিকস সমাহার নিয়ে এগিয়ে যেতে যান এই দম্পতি। বিশেষ করে যখন অনলাইন ক্রেতাদের দ্বারা পণ্যগুলির মৌলিকতার গ্যারান্টি ও দিচ্ছে শীকর এমনটাই জানালেন মারুফা নয়ন দম্পতি।
হাআ/ফই
