- Advertisement -

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ছয় দিনের সফরে সিঙ্গাপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। চিকিৎসা শেষে আগামী ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি। বুধবার ২১ ফেব্রুয়ারি রাত ১১টা ৫০ মিনিটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
স্পিকার থাকাকালীন সময় মো. আবদুল হামিদ চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরের পাশাপাশি কয়েকবার যুক্তরাজ্যেও গিয়েছেন তিনি।
জাআ/মাও
- Advertisement -
