
ছোট পর্দা ও বড় পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। ক্যারিয়ারের শুরু করেন ঢাকাই সিনেমা দিয়ে।
শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শর্মিলীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট বোন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি।
অভিনয়জীবনে মায়ের চরিত্রে এত বেশি অভিনয় করেছেন যে বিনোদন অঙ্গনে তিনি সবার কাছে ‘মা’ হিসেবেই পরিচিত ছিলেন। সবাই তাঁকে ‘শর্মিলী মা’ বলেই ডাকত। তার সাবলীল অভিনয়ে বাঙালি নারীর চরিত্র ফুটে উঠেছে। বাঙালি মায়েদের সহিষ্ণুতা, সংসারের জন্য ত্যাগ ও আমৃত্যু লড়াইয়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার অভিনয়ে।
শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। তার প্রথম সিনেমা উর্দু ভাষায় নির্মিত ‘ঠিকানা’ মুক্তি পায়নি।
ষাটের দশকে নায়িকা হিসেবে তিনি নাম কামিয়েছেন সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আবির্ভাব’ সিনেমায়। কিছু উর্দু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
ফই//
