অঘটন কিংবা চমকেরও একটা সীমা থাকা উচিত। এবারের বিশ্বকাপে এত বেশী অঘটন ঘটেছে যে তা প্রায় সহ্যসীমার বাইরে চলে যাচ্ছিল। সেদিক দিয়ে কালকের প্রথম খেলাটা ছিল কিছুটা ম্যাড়মেড়ে। মাঝেমধ্যে উত্তেজনা ছড়ালেও সুইডেন বনাম সুইজারল্যান্ড খেলাটাকে প্রায় সময়েই একটা গ্রুপ পর্বের ম্যাচ বলেই মনে হয়েছে। অপেক্ষাকৃত ভাল খেলে শেষমেষ সুইডেন ১-০ গোলে জিতেছে, দর্শকরা মুক্তি পেয়েছে […]