
আখেরি চাহার শোম্বা মূলত একটি ফারসি পরিভাষা। আখেরি অর্থ শেষ আর চাহার সোম্বা অর্থ বুধবার। আরবি সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলে।
রাসূলুল্লাহ (সা.) ১১ হিজরির সফর মাসের শেষ দিকে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। সফর মাসের শেষ বুধবার তিনি কিছুটা সুস্থতাবোধ করে গোসল করেন এবং দু’জন সাহাবির কাঁধে ভর করে মসজিদে নববীতে গিয়ে জামাতের সঙ্গে নামায আদায় করেন।
এ কথা শুনে সাহাবিরা সাধ্যমতো দান-সদাকা করেন, শুকরিয়ার নামায আদায় ও দোয়া করেন। কেউ কেউ দাস মুক্ত করে দেন। অবশ্য বিকেলেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর সুস্থতায় আর উন্নতি হয়নি, ১৫ দিন পর ১২ রবিউল আউয়াল সোমবার ইন্তেকাল করেন।
ইবনে হাজার ও ইবনে কাসির (র.)রাসূলুল্লাহ (সা.) এর গোসলের কথা বৃহস্পতিবার বলেছেন। (ফাতহুল বারি : ৭/৭৪৮, কিতাবুল মাগাযি : ৪৪৪২, বিদায়া ওয়ান নিহায়া : ৪/১৯৩)
অন্য একটি বর্ণনা মতে, বুধবারের পর আরেক দিন সুস্থতাবোধ করেছিলেন এবং যুহরের নামাযে শরীক হয়েছিলেন। (বুখারি,হাদিস : ৬৬৪, ৬৮০, ৬৮১) এমনকি সোমবার সকালেও সুস্থতাবোধ করেছিলেন। যার কারণে আবু বকর (রা.) অনুমতি নিয়ে নিজ ঘরে চলে গিয়েছিলেন। (সিরাতে ইবনে ইসহাক পৃ. ৭১১-৭১২)
অনেকে সফর মাসের শেষ বুধবারকে শুকরিয়া দিবস হিসেবে পালন করে থাকে।
আবার অনেকে বলেন, রাসূলুল্লাহ (সা.) এর সুস্থতার কারণে খুশি হওয়া প্রত্যেক মুমিনের স্বভাবগত বৈশিষ্ট্য। কিন্তু এ কথা দাবি করা প্রমাণহীন যে, সাহাবায়ে কেরাম সে খুশি প্রকাশের জন্য এ পদ্ধতি অবলম্বন করেছেন কিংবা একে উদযাপনের দিবস ঘোষণা করেছেন। কারণ এ ব্যাপারে শরিয়তের কোনো দলিল নেই।