
আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস কতটা ধনী? চালের দানা ব্যবহার করে তা দেখালেন এক টিকটক ভিডিও ব্যবহারকারী। ৩২ বছর বয়েসি ই-কমার্স পরামর্শদাতা হামফ্রে ইয়াং নিজেও একজন টিকটক তারকাও। তিনি থাকেন সান ফ্রান্সিসকোতে।
ভিডিওতে দেখা গিয়েছে তিনি একটি চালকে ১ লক্ষ ডলার বা ৮০ লক্ষ টাকা হিসেবে দেখাচ্ছেন। এইভাবে ১ মিলিয়ন ডলার বোঝাতে তিনি ব্যবহার করেছেন ১০টি চালের দানা। এই ভাবে ১০ হাজার চালের দানা দিয়ে তিনি বিলিয়ন ডলার বুঝিয়েছেন। তাঁর ভিডিওতে ইয়াং দেখিয়েছেন, ১ বিলিয়ন ডলারকে চালের দানা হিসেবে দেখতে কেমন লাগে। তার সঙ্গে তুলনা করে তিনি দেখিয়েছেন জেফ বেজোসের সর্বমোট উপার্জন ১২২ বিলিয়ন ডলারের হিসেব।
আমাজনের প্রতিষ্ঠাতার মোট উপার্জন ও একজন গড়পড়তা আমেরিকানের বার্ষিক আয়ের পরিমাণের পার্থক্য দেখে অনেকেই চমকে গিয়েছেন।
Buzzfeed News-কে ইয়াং বলেছেন, ‘ভিডিওটি পোস্ট করার পর যে কমেন্টগুলো পড়েছে তার ৮০ শতাংশ কমেন্টেই বলা হয়েছে সম্পদের বৈষম্যর বিষয়ে। কারো কাছে অত টাকা নেই। আমরা বেরিয়ে পড়েছি আধখানা চালের দানা সংগ্রহে, যার মূল্য ৫০ হাজার।’
৫৬ বছরের জেফ বেজোস বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। টানা ২৪ বছর বিশ্বের ধনীতম ব্যক্তি হিসেবে থাকা বিল গেটসকে তিনি ২০১৮ সালে পিছনে ফেলেন ১৬০ বিলিয়ন ডলার আয় করে। যদিও পরে বিল গেটস আবারো এক নম্বরে উঠে আসেন।
