19 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

চোখে মুখে মৌমাছি নিয়ে চার ঘণ্টা!

বিশেষ সংবাদ

- Advertisement -

অনেকের কাছেই আতঙ্কের কারণ মৌমাছি। যে একবার আক্রান্ত হয়েছে সে জানে কতটা ভয়ংকর হূলের যন্ত্রণা।

কিন্তু সেই মৌমাছির দলকে চারঘন্টা মাথায় ও মুখে নিয়ে বসে থাকলেন ভারতের কেরালার এক তরুণ। এই অনন্য কীর্তি রেকর্ড গড়েছে গিনেস বুকে।

গিনেস সূত্রে খবর, পতঙ্গপ্রেমী এমএস নেচার নামের এই তরুণের পুরো মুখ এবং মাথায় মৌমাছি বসেছিল। এই অবস্থায় তিনি কাটিয়ে দিয়েছেন ৪ ঘণ্টা ১০ মিনিট ৫ সেকেন্ড। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মৌমাছি আমার প্রিয় বন্ধু। আমার ইচ্ছা অন্যরাও ওদের বন্ধু ভাবুক। বাবার সঙ্গে থেকেই মৌমাছির সঙ্গে ঘর করার কৌশল আয়ত্ত্ব করেছি। সাত বছর বয়স থেকে ওদের মুখ ও মাথায় নিয়ে ঘুরে বেড়াই।’ এমএসের বাবা সূর্যকুমারও একজন মধু চাষী।

তিনি আরও বলেছেন, বাস্তুতন্ত্র ঠিক রাখতে মৌমাছির ভূমিকা অনস্বীকার্য। এরা সমাজবদ্ধ জীবও বটে। তাই এদের সঙ্গে বন্ধুত্ব রেখে চললে মানুষেরই লাভ।

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত