
ওয়ার্ডরোবে জিন্স থাকে না এমন পুরুষ সংখ্যায় খুবই কম। প্রচলিত আছে, জিন্স শ্রমিকদের প্যান্ট। এক সময় খনিতে কাজ করতে আসা মানুষদের প্রতিদিন পরনের সুবিধার জন্যই এই ধরনের প্যান্ট বাজারজাত করা হয়।
মূলত শ্রমিক-মজুররা এই প্যান্ট ব্যবহার করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সেনাদের পোশাক তৈরিতেও ব্যবহার শুরু হয় জিন্সের।
প্রতিদিনের ব্যবহারে উজ্জ্বলতা হারায় এ পোশাকটি। তবে কিছু নিয়ম মানলে বার বার ব্যবহারের পরেও জিন্স থাকবে নতুনের মতো।
জেনে নিন জিন্স ধোয়ার কিছু নিয়ম কানুন,
১. জিন্স ধোয়ার জন্য ঠান্ডা পানি ব্যবহার করুন। গরম পানি জিন্সের জন্য ভাল নয়।
২. বেশি ক্ষারযুক্ত সাবান কিংবা ডিটারজেন্ট দিয়ে জিন্স ধুবেন না। এতে এর রং ফিকে হয়ে যায়।
৩. কিছুক্ষণ ডিটারজেন্টে ভিজিয়ে রাখুন জিন্স। তারপর হালকা করে ঘষে জিন্সের ময়লা তুলে ফেলুন।
৪. ধোয়ার পর জিন্স নিংড়াবেন না। বরং টানটান করে পানি ঝরাতে মেলে দিন। খানিক পর রোদে দিয়ে শুকিয়ে নিন।
৫. রং টেকসই রাখতে উল্টো করে রোদে শুকাতে দিন। ধোয়ার সময়ও উল্টে নিন।
৬. ডেনিমের পায়ের ফোল্ডে ময়লা জমে, তাই ব্রাশ দিয়ে হালকা করে ঘষে নিন ফোল্ড।
