24 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

ব্যায়ামের সময়জ্ঞান

বিশেষ সংবাদ

- Advertisement -

সবাই চায় নিজেকে ফিট রাখতে। কিন্তু ব্যস্ত জীবনে সময় খুঁজে নেয়া খুব মুশকিল। তাই অনেকেই নিজেদের সুবিধা মতো সময়ে জিমে গিয়ে শরীরচর্চা করছেন অথবা বাসায় ব্যায়াম করছেন। কিন্তু যখন ইচ্ছে ব্যায়াম করা কি শরীরের জন্যে ঠিক? চলুন ব্যায়ামের কিছু দিক নির্দেশনা জেনে নিই।

খালি পেটে কখনো ব্যায়াম করা যাবে না। তাই নাস্তার কয়েক ঘণ্টা পর ব্যায়াম করতে হবে। তবে ঘুম থেকে ওঠার আধ ঘণ্টা পর হালকা জগিং বা মর্নিং ওয়াক করা যেতে পারে।

ব্যায়ামের জন্যে বিকেলের সময়টা সবচেয়ে ভালো। দীর্ঘক্ষণ শরীরচর্চা করতে চাইলে ঘুম থেকে ওঠার ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে যে কোনো একটি সময় বেছে নিন।

অনেকে সন্ধ্যার পর ব্যায়ামের সময় পান। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন শরীরে ক্লান্তিবোধ না থাকে।

যোগ ব্যায়ামের জন্য সন্ধ্যা উপযুক্ত সময়। এ সময় ট্রেডমিল বা সাইক্লিংও করা যেতে পারে।

শারীরিক সক্ষমতা ও বয়স অনুযায়ী ব্যায়াম করা উচিত। পিঠে বা কোমরে ব্যাথা কিংবা শ্বাসকষ্ট থাকলে ব্যায়াম করার ক্ষেত্রে ডাক্তার কিংবা শরীরচর্চা বিশেষজ্ঞের পরামর্শ নিন। গর্ভকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যায়াম করা উচিত নয়।

যেকোনো ধরনের শরীরচর্চা বা ডায়েট পরিকল্পনার জন্য চিকিৎসক এবং শরীরচর্চা বিশেষজ্ঞের সাথে কথা বলে নেওয়া উচিত।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত