জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ছিল রোববার। এ উপলক্ষ্যে মুলাদী উপজেলায় এক বিশেষ অনলাইন আলোচনা সভার আয়োজন হয়।
উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুলটির এ্যালামনাইদের উদ্যোগে আয়োজন হয় সভাটি। এসময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর অমিতাভ সরকার। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় করেছেন অডিট অধিদপ্তরের মহা পরিচালক খান মোহাম্মাদ ফেরদাউসুর রহমান।
এছাড়া অতিথিদের মধ্যে ছিলেন, জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস সহ অন্যান্য আরও অনেকে।
অনুষ্ঠান শেষে সার্বিক তত্বাধনে থাকা স্কুলের প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলাম সবাই কে ধন্যবাদ জানান।
Leave a Reply