- Advertisement -

প্রবাসী আয় আনতে ডলারের দামের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো বাজারের সঙ্গে সংগতি রেখে ও চাহিদা বিবেচনায় ডলারের দাম ঠিক করবে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর।
তবে হুট করে ডলারের মূল্যবৃদ্ধি এবং এক্সচেঞ্জ হাউস যাতে দাম বেশি বাড়াতে না পারে, সেদিকেও ব্যাংকগুলোকে খেয়াল রাখতে বলা হয়েছে।
প্রবাসী আয়ের পাশাপাশি আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বাজারমূল্যে ডলারের দাম নির্ধারণ করা হবে। গত রোববার ডলারের দাম বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
এদিকে, গত ৯ মাসের মধ্যে মে মাসে সর্বনিম্ন ৩৮৩ কোটি ডলার রপ্তানি আয় এসেছে।
- Advertisement -
