ঈদ মোবারক। আজ পবিত্র ঈদুল আজহা।
ইসলাম ধর্মের অনুসারীদের বিশ্বাস অনুযায়ী, মহান আল্লাহ তায়ালা নবী হযরত ইব্রাহীমের (আ.) ঈমানের পরীক্ষা নেয়ার উদ্দেশ্যে তার একমাত্র ছেলে হযরত ইসমাইলকে কোরবানি করার আদেশ দিয়েছিলেন। নবী ইব্রাহীম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
এই দিনটিকে স্মরণে রেখে সচ্ছল মুসল্লিরা খোদার সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিয়ে থাকেন।
সোমবার সকালে রাজধানী ঢাকা, কিশোরগঞ্জের শোলাকিয়াসহ সারাদেশে ঈদের জামাতে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করেছেন তারা।
ঈদ শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এইদিনে আমাদের সবার অন্তরে পবিত্র ঈদুল-আজহার মর্মবাণী ছড়িয়ে যাক।
শাই