- Advertisement -

অস্কারের মঞ্চে কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারার জন্য ক্ষমা চাইলেন অভিনেতা উইল স্মিথ। বললেন, সহিংসতাকে তিনি সমর্থন করেন না।
এ ঘটনায় আনুষ্ঠানিক নিন্দা কানিয়েছে অস্কার কর্তৃপক্ষও। গতকাল অস্কার আয়োজনে কমেডিয়ান সঞ্চালক ক্রিস রককে চড় মেরেছিলেন অভিনেতা উইল স্মিথ।
তার স্ত্রীকে নিয়ে ক্রিস রসিকতা করায় নিজের আসন থেকে উঠে গিয়ে মঞ্চে থাকা রককে চড় মারেন স্মিথ। এরপর নিজের আসনে ফিরে এসে রককে প্রকাশ্যে গালিগালাজও করেন স্মিথ।
তাজ/ফই
- Advertisement -
