
করোনার প্রকোপ কাটিয়ে সরগরম হয়ে উঠেছে নরসিংদীর একমাত্র চিত্ত-বিনোদন কেন্দ্র ড্রিম হলি-ডে পার্ক। ঈদে ছুটিতে দেশের নানা প্রান্ত থেকে আসা সকল বয়সী দর্শনার্থীদের উপচেপড়া ভীড় এখানে। পার্কটিও সাজানো হয়েছে বর্ণিল সাজে।
নরসিংদী জেলার একমাত্র চিত্ত-বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্ক। দৃষ্টিনন্দন এই পার্কটি গত কয়েক বছরেই নজর কেড়েছে দর্শনার্থীদের।
যেকোন বয়সী মানুষের ঈদ বিনোদনসহ নানা উৎসবে অন্যতম মাধ্যম এই পার্ক। ঈদ উপলক্ষে তাই বর্ণিল সাজে সাজানো হয়েছে আন্তর্জাতিক মানের এই পার্কটিকে।
অত্যাধুনিক এ পার্কটিতে এবার সংযোজন করা হয়েছে নতুন সব রাইডস। রয়েছে পদ্মাসেতুর আদলে তৈরী স্কাই ট্রেন।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে পার্কটি। প্রবেশে বড়দের জন্য ৩২০ এবং শিশুদের জন্য লাগে ২২০ টাকা।
